Tuesday, September 16, 2014

বিশ্বকে ধ্বংস করার ক্ষমতা রাখে ঈশ্বর কণা: স্টিফেন হকিং

হিগস-বোসন কণার নাম এখন মোটামুটি সবাই জানেন। যাকে ‘গড পার্টিকেল’ বা ‘ঈশ্বর কণা’ নামেও অভিহিত করা হয়। ধারণা করা হয় এ কণা থেকেই মহাবিশ্বের যাবতীয় পদার্থ সৃষ্টি হয়েছে। বলা হয়, এই ঈশ্বর কণা সম্পর্কে পুরোপুরি জানা গেলে সম্ভব হবে এই বিশাল মহাবিশ্বের সৃষ্টি রহস্য উদঘাটন।
তবে এবার এই ঈশ্বর কণা সম্পর্কে একটি নতুন মতবাদ ব্যক্ত করলেন প্রখ্যাত মহাবিশ্বতত্ত্ববিদ স্টিফেন হকিং। তিনি জানালেন যে বিশ্বকে ধ্বংস করার ক্ষমতা রাখে ঈশ্বর কণা! হ্যাঁ, হিগস-বোসন কণা সম্পর্কে এমনটাই সতর্কবার্তা শোনালেন বিশ্বের সেরা এই বিজ্ঞানী।
বর্ষীয়ান এই কসমোলজিস্ট জানিয়েছেন অতি উচ্চ শক্তি স্তরে চূড়ান্ত অস্থির অবস্থায় থাকে হিগস-বোসন কণা। যা “সর্বনাশা শূন্যস্থান ক্ষয়”-এর পথ প্রশস্ত করবে। যে ক্ষয়ের ফলে স্থান এবং সময়ের পতন ঘটবে। কোনও রকম সতর্কবার্তা ছাড়াই ভয়ঙ্কর পরিণতির মুখে হঠাৎ উপস্থিত হবে মহাবিশ্ব।
স্টারমাস নামক একটি বইয়ের ভূমিকায় হকিং লিখেছেন, যদিও অদূর ভবিষ্যতে এই আকস্মিক দূর্যোগের সম্ভাবনা প্রায় নেই বললেই চলে কিন্তু অতি উচ্চ শক্তি স্তরে হিগস-বোসন কণার অস্থিরতাকে উপেক্ষা করা অর্থহীন।

No comments:

Post a Comment

thank you