বরিশাইল্যা ভাষায় রূপান্তরিত
একটি বিখ্যাত কবিতা-----
কুমড়া ফুলে ফুলে লতাউগ্যা এ্যাক্কারে নুইয়া পড়ছে,
সজনে ডাঁটায়
গাউছগ্যা ভইররা গ্যাছে,
আর মুই ডাইলের ভরা হুগাইয়া থুইছি,
মনু,,,,,তুই কবে আবি? কবে ছুডি?
চিঠিডা হেইয়ার পকেডে আল্লে,
ছিড়ুইন্যা আর রক্তে ভিজুইন্যা,
আম্মা 1,ওরা কয় হক্কলডির
কতা কাইররা লইবে, তোমার
কোলে হুইয়া গপ্পো হোনতে দেবে না,
কও আম্মা, এইয়া কি আর অয়?!?
তোমার লেইগ্গ্যা কতার
পোটলাউগ্গা লইয়া হ্যারপরেনা মুই
বাড়ি ফিরমূ ।
লক্ষী আম্মার, রাগ হরে না !
মাত্র তো আর কউগ্যা দিন!
পাগল ছ্যাম্রা! আম্মায় পড়ে আর
হাসে ।
তোর ফার মুই রাগ হরতে পারি ?!?
একটি বিখ্যাত কবিতা-----
কুমড়া ফুলে ফুলে লতাউগ্যা এ্যাক্কারে নুইয়া পড়ছে,
সজনে ডাঁটায়
গাউছগ্যা ভইররা গ্যাছে,
আর মুই ডাইলের ভরা হুগাইয়া থুইছি,
মনু,,,,,তুই কবে আবি? কবে ছুডি?
চিঠিডা হেইয়ার পকেডে আল্লে,
ছিড়ুইন্যা আর রক্তে ভিজুইন্যা,
আম্মা 1,ওরা কয় হক্কলডির
কতা কাইররা লইবে, তোমার
কোলে হুইয়া গপ্পো হোনতে দেবে না,
কও আম্মা, এইয়া কি আর অয়?!?
তোমার লেইগ্গ্যা কতার
পোটলাউগ্গা লইয়া হ্যারপরেনা মুই
বাড়ি ফিরমূ ।
লক্ষী আম্মার, রাগ হরে না !
মাত্র তো আর কউগ্যা দিন!
পাগল ছ্যাম্রা! আম্মায় পড়ে আর
হাসে ।
তোর ফার মুই রাগ হরতে পারি ?!?
No comments:
Post a Comment
thank you