Wednesday, September 17, 2014

ইনশাআল্লাহ,সুবহানাল্লাহ ,মাশা আল্লাহ এগুলোর ভুল ব্যবহার

ইনশাআল্লাহ ভাল আছি
সুবহানাল্লাহ আমি পাস করব
মাশা আল্লাহ আমি বাড়ি যাব

বাক্যগুলোতে ইনশাআল্লাহ,সুবহানাল্লাহ ,মাশা আল্লাহ এগুলোর ভুল ব্যবহার করা হয়েছে।

 আল হামদুলিল্লাহআল হামদুলিল্লাহ শব্দের অর্থসকল প্রশংসা মহান আল্লাহর জন্য। যে কোন সুখবর বা ভালো অবস্থা সম্পর্কিত সংবাদের বিপরীতেসাধারণত এটি বলা হয়ে থাকে। যেমন ভাই আপনি কেমন আছেনজবাবে বলা উচিতআল হামদুলিল্লাহভালো আছি।

 ইনশাআল্লাহইনশাআল্লাহ শব্দের অর্থমহান আল্লাহ যদি চান তাহলে। ভবিষ্যতের হবেকরবো বা ঘটবে এমন কোন বিষয়ে ইনশাআল্লাহ বলা সুন্নাত।যেমন ইনশাআল্লাহ আমি আগামী কাল আপনার কাজটি করে দিবো। পবিত্র কুরআনে মহান আল্লাহ মুমিনদেরকে এর নির্দেশ দিয়েছেন।

 মাশা আল্লাহমাশা আল্লাহ শব্দের অর্থআল্লাহ যেমন চেয়েছেন। এটি আল হামদুলিল্লাহ শব্দের মতোই ব্যবহৃত হয়ে থাকে। অর্থাৎ যে কোনো সুন্দরএবং ভালো ব্যাপারে এটি বলা হয়। যেমনমাশা আল্লাহ তুমি তো অনেক বড় হয়ে গেছো।

 সুবহানাল্লাহসুবহানাল্লাহ শব্দের অর্থ আল্লাহ পবিত্র  সুমহান। আশ্চর্য জনক ভালো কোন কাজ হতে দেখলে সাধারণত এটি বলা হয়ে থাকে। যেমনসুবহানাল্লাহআগুনে পুরো ঘর পুরে গেলেও কুরআন শরীফ অক্ষত আছে।

 নাউযুবিল্লাহনাউযুবিল্লাহ শব্দের অর্থআমরা মহান আল্লাহর কাছে  থেকে আশ্রয় চাই। যে কোনো মন্দ  গুনাহের কাজ দেখলে তার থেকে নিজেকেআত্মরক্ষার্থে এটি বলা হয়ে থাকে।

 আসতাগফিরুল্লাহআসতাগফিরুল্লাহ শব্দের অর্থ আমি মহান আল্লাহর কাছে ক্ষমা চাই। অনাকাঙ্খিত কোন অন্যায় বা গুনাহ হয়ে গেলে আমরা এটিবলবো.

No comments:

Post a Comment

thank you