Wednesday, September 17, 2014

প্রযুক্তিগত বিড়ম্বনা থেকে মেয়েরা সাবধান

প্রযুক্তিগত বিড়ম্বনা থেকে মেয়েরা সাবধান
প্রযুক্তি জীবনকে দিয়েছে বেগ কিন্তু এর বিড়ম্বনাও নেহায়েত কম নয় গোপন ক্যামেরা  দ্বিমুখী আয়না বর্তমান সময়ে তেমনি এক প্রযুক্তিগতবিড়ম্বনা বিশেষত মেয়েদের জন্য গোপন ক্যামেরা এবং দ্বিমুখী আয়না একটা আতংক হয়ে উঠেছে ইন্টারনেটে ঢুকলেই নানান সাইটে দেখা মিলে গোপনক্যামেরায় ধারণ করা ভিডিও,ছবি বা নিউজ অনেক মেয়ে তাই যে কোনো নতুন জায়গায় গেলে আড়ষ্ট হয়ে থাকে বন্ধুত্বেও অনেক সময় থাকে নাস্বত:স্ফূর্ততা
কিন্তু জীবনতো আর থেমে থাকে না। নানা প্রয়োজনে আপনাকে বিউটি পার্লার বা দর্জি বাড়ির দরজায় কড়া নাড়তেই হয়। কাজের সূত্রে বা বেড়াতে গেলেউঠতে হয় হোটেলে। শপিংমলের ট্রায়াল রুমবিউটি পার্লারহোটেল থেকে শুরু করে মেয়েদের স্কুল-কলেজটয়লেট এই গোপন ক্যামেরা থাকতে পারে।এর মাধ্যমে নষ্ট হতে পারে আপনার ব্যক্তিগত জীবনের গোপনীয়তা
গোপন ক্যামেরা  দ্বিমুখী আয়না থেকে নিজেকে রক্ষা করার কিছু উপায় জানাচ্ছে অর্থসূচক
ভুল ধারনা ত্যাগ করুন:
একটা ধারনা আছে ,যদি কোনো রুম থেকে কল করা যায়  সেখানে নেটওয়ার্ক থাকেতাহলে গোপন ক্যামেরা নাই। আর যদি কল করা না যায় নেটওয়ার্ক হঠাৎ করে ডাউন হয়ে যায়তাহলে সেখানে গোপন ক্যামেরা রয়েছে। কিন্তু ধারনাটি সত্যি নয়। এভাবে নিশ্চিত হবেন না যে গোপনক্যামেরার চোখ আপনার ওপর নেই
মোবাইল ফোনে ব্যবহৃত প্রযুক্তি এবং গোপন ক্যামেরার প্রযুক্তি ভিন্ন। তাই গোপন ক্যামেরা থাকলেও মোবাইল নেটওর্য়াক জ্যাম হবার কোন কারণ নেই।গোপন ক্যামেরা বসানো যায়গায় আপনি ভালভাবেই মোবাইলে কথা বলতে পারবেন  সাধারণভাবে মোবাইল ফোনে জিএসএম-৯০০ এবংজিএসএম-১৮০০ সিগন্যাল ব্যবহৃত হয়। অন্যদিকে গোপন ক্যামেরাতে . গিগা হার্জের এফ সিগন্যাল ব্যবহার করা হয়যা মোবাইল সিগন্যালের চেয়েভিন্ন
শপিংমলের ড্রেসিং/ট্রায়াল রুমে যে আয়না থাকে সেটা আসল নাও হতে পারেএটিও গোপন ক্যামেরার মতই মারাত্মক। আসল আয়নার মাঝে এখন যুক্তহয়েছে নকল আয়নাযাকে বলা হয় দ্বিমুখী আয়না। এই আয়নায় আপনি আপনার চেহারা দেখতে পারবেনকিন্তু ভুলেও বুঝতে পারবেন না যে অন্যপাশেএকজন আপনাকে দেখছে!
কি করবেন:
আপনার আঙ্গুল আয়নার উপর রাখুন। যদি আপনার আঙ্গুলের মাথা প্রতিবিম্ব আঙ্গুলের মাথার সাথে না লাগে (মাঝে যদি ফাঁকা থাকেতাহলে আয়নাআসল
আর যদি আঙ্গুলের মাথা প্রতিবিম্বের মাথার সাথে লেগে যায়তার মানে আয়না নকলএটা আসল আয়না নাএকটা দ্বিমুখী আয়নাযার অন্যপাশে থেকেআপনাকে দেখা যাবেকিন্তু আপনি তাকে দেখতে পাবেন না। মানে অন্যপাশে থেকে কেউ আপনাকে দেখছে বা ভিডিও করছে!
কারণ আসল আয়নার সিলভার প্রলেপ থাকে আয়নার পিছনেযার জন্য আপনার আঙ্গুল  প্রতিবিম্বের মাঝে ফাঁকা থাকবে আয়নার পুরুত্বের জন্য।আরনকল আয়নার (দ্বিমুখীসিলভার প্রলেপ থাকে আয়নার সামনেযার জন্য আপনার আঙ্গুলের ছাপ আপনার আঙ্গুলের প্রতিবিম্বের সাথে লেগে যাবে কারনমাঝে কোনো বাঁধা নেই
গোপন ক্যামেরা আছে সন্দেহ হলেচারপাশ ভাল করে দেখুন। মূলত ছাদের কোনাদেয়ালের ছবিফুলের টব অথবা আয়নার পিছনে বসানো হয় এটি।সুতরাং এই জায়গাগুলি ভাল করে খেয়াল করুন
সিডি প্লেয়ার বা এজাতীয় বস্তুতেও বাসনো হয়। মূলত রুমের অন্ধকার এলাকাগুলোতে গোপন ক্যামেরা বসানো হয়যাতে তা অন্যের নজরে না আসে;আবার আলোকিত এলাকার ছবিও ভালোভাবে পাওয়া যায়
রুম পুরোটা অন্ধকার করে কিছু সময় নিনযাতে করে চোখ অন্ধকারকে সয়ে যায়। এবার খুব ভাল করে দেখুনলালসবুজ বা হালকা নীল কোন আলোকোথাও থেকে বের হচ্ছে কিনা খেয়াল করুন। যদি খুঁজে পান তবে ধরে নিতে পারেন সেটা ক্যামেরা
রুমের সব তার খেয়াল করুনকোন তার কোথায় গেছে সেটি বুঝার চেষ্টা করুন। তারগুলোর মাঝে যদি একটি তার বিশেষ কোন কোনায় চলে যায় বাএরকম সন্দেহ করেন তবে ওই তারের শেষ গন্তব্যটা সম্পর্কে নিশ্চিত হোন
অনেক ক্যামেরাতে “মোশনডিটেক্টর” থাকে। মানে হলো আপনি রুমের যেদিকে যাবেন ক্যামেরার লেন্স অটোমেটিক সেই দিকে ঘুরে যাবে। আপনি রুমঅন্ধকার করে একটু সময় নিন। এরপর খুব সাবধানে শব্দ না করে রুমের এদিক থেকে ওদিক যান। কান খাড়া করে কোন শব্দ পান কিনা খেয়ালকরুন। আপনার 
ড়াচড়ার সাথে সাথে যদি হালকা লেন্স ঘোরার শব্দ পান তবে বুঝবেন অবশ্যই গোপন ক্যামেরার নজরদারিতে আছেন আপনি
অতি আধুনিক কিছু যন্ত্রপাতি পাওয়া যায়যা গোপন ক্যামেরা সনাক্ত করতে পারে। সেগুলি মুলত চীনের তৈরিনেট হতে কম দামে এগুলো কিনতেপারেন
সর্বোপরি,একমাত্র সচেতনতাই পারে আপনাকে যেকোন প্রাযুক্তিক বিড়ম্বনা থেকে রক্ষা করতে। সুতরাং সাবধান মেয়ে

No comments:

Post a Comment

thank you